বরিশালে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউপি সদস্য মুজিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 01:27 PM
Updated : 6 Nov 2023, 01:27 PM

ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান।

মামলার বিবাদীরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মোনায়েম খান খোকন (৪০), দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন (৩৪) এবং একই উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের খান মো. মেহেদি (৩৪)।

বেঞ্চ সহকারী বলেন, ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, বাদীর বিরুদ্ধে ২ নভেম্বর মোনায়েম ও সাংবাদিক জিয়াউল তাদের ফেইসবুক আইডিতে আপত্তিকর পোস্ট করেন। সেই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন মেহেদি।

বাদী বলেছেন, এ কারণে তিনি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়েছেন এবং তার মানহানি হয়েছে।