তিনি নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
Published : 29 Dec 2023, 04:48 PM
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর জন্য গণসংযোগ করে ভোট চেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নড়াইল থেকে বোয়ালমারী উপজেলার সহস্রাইলে আসেন মাশরাফি। সেখানে তিনি নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এরপর তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম আওয়ামী লীগের জনসভায় যোগ দেন।
নৌকায় ভোট চেয়ে মাশরাফি বলেন, “এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
মাশরাফি নড়াইল-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।