জেলার গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Published : 28 Oct 2023, 03:29 PM
রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে মুন্সীগঞ্জে নাশকতা রোধে সড়ক, মহাসড়ক ও নৌপথে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।
শনিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান।
সরেজমিনে দেখা যায়, সদরের মুক্তারপুর সেতু ও সড়ক ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা প্রান্ত, শ্রীনগরের ছনবাড়ি, সিরাজদিখানের নিমতলা ও কুচিয়ামোড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচরে এবং টঙ্গীবাড়ি উপজেলায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সকাল থেকে মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানবাহনের একেবারে চাপ নেই বললেই চলে।
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান চলাচল অন্যান্য দিনের চেয়ে কম ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন বলেন, সমাবেশ ঘিরে কোনো নাশকতা সৃষ্টি যেন না হয় সেই জন্য সড়ক, মহাসড়ক ও নৌপথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।