প্রক্টর অহিদুল আলম বলেন, “জিডির কপি হাতে পেলে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় ওই বিক্রেতাকে আইনের আওতায় আনার চেষ্টা করব।”
Published : 08 May 2024, 04:55 PM
সবজির দাম নিয়ে বিতণ্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন কাঁচাবাজারে এক ভাসমান দোকানি।
আহত আনাস মেহেদি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানা যায়।
আহত আনাস মেহেদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত দাম চাওয়ায় দামাদামি করলে বিক্রেতা আমাকে তুই-তোকারি শুরু করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন মিলে বাঁশ দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়।”
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আনাস মেহেদি।
ঘটনা জানার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলেও গেলেও ওই বিক্রেতাকে পাননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে ওই বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি। আশপাশের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে তার নাম শামসু।
“আমরা চেষ্টা করছি তার সম্পূর্ণ পরিচয় ও ঠিকানা বের করার জন্য।”
অহিদুল আলম বলেন, “জিডির কপি হাতে পেলে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় ওই বিক্রেতাকে আইনের আওতায় আনার চেষ্টা করব।”