শুক্রবার বিকালে অপারেশন আটলান্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমভি ব্যাসিলিস্ক ও এর ১৭ নাবিককে মুক্ত করার বিষয়টি নিশ্চিত করে।
Published : 25 May 2024, 10:57 AM
সোমালি জলদস্যুদের কবলে পড়ার একদিন পরই লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক অভিযান চালিয়ে মুক্ত করেছে অপারেশন আটলান্টা।
ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যুতা নিয়ন্ত্রণে ইউরোপিয় ইউনিয়নের সংস্থা ইইউএনএভিএফওআর- অপারেশন আটলান্টা বৃহস্পতিবার রাতেই ওই অভিযান পরিচালনা করে।
শুক্রবার বিকালে অপারেশন আটলান্টা অভিযান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।
এতে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক ও এর ১৭ নাবিককে নিরাপদে মুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৩৮০ নটিক্যাল মাইল পূর্ব দিকে বৃহস্পতিবার এমভি ব্যাসিলিস্ক দখলে নেয় জলদস্যুরা।
শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেশন আটলান্টা জানায়, ওই অঞ্চলে টহলরত অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজ বৃহস্পতিবার রাতেই সেখানে পৌঁছায় এবং আটলান্টা বাহিনী হেলিকপ্টার থেকে 'ফাস্ট-রোপ' কৌশল ব্যবহার করে এমভি ব্যাসিলিস্কে অবতরণ করে।
জলদস্যুদের হামলায় এমভি ব্যাসিলিস্ক জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অপারেশন আটলান্টার মেডিকেল টিম তাকে চিকিৎসা দিয়েছে।
তবে অভিযানে কোনো জলদস্যু আটক হয়েছে কিনা বা তারা সংখ্যায় কতজন ছিল সে বিষয়ে কিছু জানায়নি অপারেশন আটলান্টা।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) শুক্রবার তাদের টুইটার হ্যান্ডেলে এক বার্তায় এমভি ব্যাসিলিস্ক জলদস্যু মুক্ত হবার বিষয়টি নিশ্চিত করে।
জাহাজটি মুক্ত করার পুরো অভিযানের সময় অপারেশন আটলান্টা জাহাজের মালিকপক্ষ এবং লাইবেরিয়ার সাথে যোগাযোগ রক্ষা করছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক জলদস্যুদের কবলে পড়ে।
শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম ট্রেডউইন্ডস শুক্রবারের এক প্রতিবেদনে জানায়, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্ট এর একজন মুখপাত্র এমভি ব্যাসিলিস্কের জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছিল।
ওই মুখপাত্র তখন জানান, জাহাজের মাস্টারের সাথে তাদের কথা হয়েছে। এতে তাদের ধারণা হয়েছে জাহাজের নাবিকরা জলদস্যু আক্রমণের পর সিটাডলে আশ্রয় নিয়েছেন।
এমভি আবদুল্লাহর বেলায় জলদস্যু আক্রমণ টের পেয়ে ২৩ নাবিকের মধ্যে ২১ জন সিটাডেলে আশ্রয় নিলেও বাকি ২ জন ছিলেন ব্রিজে। অস্ত্রের মুখে সেই ২ জনকে জিম্মি করে বাকি নাবিকদেরও সিটাডেল থেকে বের হয়ে আসতে বাধ্য করেছিল জলদস্যুরা।
জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক এর ওয়েবসাইটের তথ্য অনুসারে, এমভি ব্যাসিলিস্ক ৩ মে পশ্চিম আফ্রিকার মিন্ডেলো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরের দিকে যাত্রা করে। ২৯ মে জাহাজটির সেখানে পৌঁছানোর কথা ছিল।
জলদস্যু মুক্ত হবার পর অপারেশন আটলান্টার একটি যুদ্ধজাহাজ এমভি ব্যাসিলিস্কের নিরাপত্তা দিচ্ছে বলেও জানায় সংস্থাটি৷
আরও পড়ুন