ঝালকাঠিতে শহরে কবি জীবনানন্দ দাশের জন্মজয়ন্তী উপলক্ষে আয়েজিত মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে ‘রূপসী বাংলা মেলা’য় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় থাকা একটি নাগরদোলা ঘুরতে ঘুরতে হঠাৎ দুটি দোলনা ধাক্কা খায়। এতে দোলনায় থাকা ছয় জন ছিটকে পড়ে যান। এতে তিন জন আহত হলে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- পুতুল (৩৫), নাঈম (১৪) ও ইদ্রিস আলী (৩৫)।
ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম জানান, আহতরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।তারা ভয়ও পেয়েছেন।
“গুরুতর আহত পুতুল ও নাঈমকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাজপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইদ্রিস আলী বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৫ দিন ব্যাপী এই মেলা শুরু হয়।
একশটি স্টলে বিভিন্ন পণ্যসামগ্রী ও রাইড নিয়ে মেলা চলছে সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত।
ওসি নাসির উদ্দিন সরকার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।