ফ্যাশন শো পরিচালনা করেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
Published : 03 May 2024, 02:32 AM
জর্ডানে ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ শিরোনামে একটি ফ্যাশন শো’তে মডেল হিসেবে অংশ নিয়েছেন দেশটির পোশাকখাতে কর্মরত বাংলাদেশি ও জর্ডানিয় নারী শ্রমিকরা।
ফ্যাশন শো পরিচালনা করেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
স্বাধীনতার ৫৩তম বার্ষিকী এবং জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় আম্মানের একটি হোটেলে এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জর্ডানের প্রধানমন্ত্রী বিষয়ক প্রতিমন্ত্রী ওয়াজিহ তাইয়েব আজাইজেহ।
বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
তিনি বলেন, “গার্মেন্টস শিল্প থেকে নারীদেরকে বিবি রাসেলের মডেল হিসেবে এমন একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন শো’তে সম্পৃক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার একটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশের মানুষের জীবন, উৎসব, আধ্যাত্মিকতা, পোশাক এবং সামাজিক সম্প্রীতি ফ্যাশন শো’তে প্রতিফলিত হয়েছে।”
“পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে গড়ে তোলার পেছনে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা নারী পোশাক শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
রাষ্ট্রদূত বলেন, “পোশাকশিল্প, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, আইটি এবং জাহাজ নির্মাণের মতো বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে বাংলাদেশ এখন বিশ্ববাজারে একটি বিশিষ্ট অবস্থান দখল করেছে এবং বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।”
শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া বাংলাদেশের অগ্রগতির ‘চাবিকাঠি’ বলে উল্লেখ করে তিনি।