মূল্য তালিকা প্রদর্শন না করায় আরো তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
Published : 22 Oct 2022, 06:50 PM
বরিশালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রির দায়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে এক অভিযানে ওই ছয় প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয় বলে অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় আরো তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শাহ্ শোয়াইব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে সরকার নির্ধারিত প্রতিকেজি চিনির দাম ৯০ টাকা। কিন্তু নগরীর বাজার রোড ও হাটখোলা এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিকেজি চিনি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করছিল।
“জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।”
তিনি আরও জানান, পরে তারা নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।