পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষকরা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।
Published : 02 Feb 2024, 07:07 PM
জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজ, সদর উপজেলার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে জেলা সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।
আটকরা হলেন-পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন, বাঁশখুর গ্রামের মাজেদের ছেলে মাহমুদুল হাসান ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিয়নের মেয়ে সানজিদা বেগম।
তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে জানিয়েছে ওসি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, তিনটি কেন্দ্রে পরীক্ষার্থীরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বন করে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষকরা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই তিনজনকে আটক করে ।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।