অভিযানে একটি ধানের গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 17 Jan 2024, 11:32 PM
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুদ করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সিলগালা করা হয়েছে একটি গুদাম।
বুধবার বিকালে মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নওগাঁর ডিসি মো. গোলাম মওলা।
রাতে তিনি জানান, বিকালে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগের নেতৃত্বে উপজেলার হাটচকগৗরী এলাকার মেসার্স তাসিলমা চালকল এবং বাগাচাড়া এলাকার মেসার্স থ্রিস্টার মিলে অভিযান চালানো হয়।
সীমার বাইরে মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা ও মজুদ চালের হিসাব সংরক্ষণ না রাখায় তাসিলমা চালকলের মালিককে ৫০ হাজার এবং থ্রিস্টার মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম।
অপরদিকে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ইমতিয়াজ মোরশেদের নেতৃত্বে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে লাইসেন্সবিহীন ধান মজুদ, ধারণ ক্ষমতার বেশি ধান মজুদ ও অবৈধভাবে ধান মজুতের অপরাধে ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের বাবু সোনারকে এক লাখ, বক্কর সোনার নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার এবং নেহা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাবু সোনার নামে একটি ধানের গুদাম সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম।
ডিসি গোলাম মওলাজানান, ওই পাঁচ প্রতিষ্ঠানে মজুদ করা ধান ও চাল সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে উপজেলা কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি টিম করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: