“কৃষি বিপণন আইন-২০০৮ এর ১৯ (১) এর ‘ঠ’ ও ‘ড’ ধারা মোতাবেক এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।”
Published : 16 Jan 2024, 11:15 PM
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অবৈধভাবে চাল মজুদ করায় এসিআই অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সরস্বতীপুরে অবস্থিত রাইস মিলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. কামরুল হাসান সোহাগ।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “কৃষি বিপণন আইন-২০০৮ এর ১৯ (১) এর ‘ঠ’ ও ‘ড’ ধারা মোতাবেক এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।”
ভ্রাম্যমাণ আদালত জানায়, মিলে নির্দেশ থাকা ধারণক্ষমতার চেয়ে বেশি আতপ চালের অবৈধ মজুদ থাকায় এ জরিমানা করা হয়। অবৈধ মজুদ করা চাল তিন কার্যদিবসের মধ্যে বিক্রির আদেশও দেওয়া হয়।
এ ছাড়া বস্তার গায়ে লিখে রাখা অতিরিক্ত মূল্যও তুলে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।
এ সময় নওগাঁর ডিসি মো. গোলাম মওলা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের উপ-পরিচালক মানিক চন্দ্র দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. রুবেল আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহাজের হাসান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, মহাদেবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা সাংবাদিকদের বলেন, “কয়েক দিন ধরে হঠাৎ করেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। কিছু রাইস মিল মালিক অবৈধভাবে মজুদ করে চালের দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
“এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাইস মিলের গুদামগুলোতে অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”, বলেন ডিসি।
এ ব্যাপারে জানতে রাতে মহাদেবপুরের এসিআই রাইস মিলের একজন কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।
ওই কর্মকর্তা বলেন, “আমরা এখান থেকে কিছুই বলব না। আমরা বলতে পারি না। আপনার কিছু জানার থাকলে আমাদের মিডিয়া সেল আছে সেখানে যোগাযোগ করেন।”
রাতে এসিআই মিডিয়া সেলের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।