এ ঘটনার পর সেখান থেকে শাহীন আলম নামে এক পোলিং অফিসারকে পক্ষপাতিত্বের অভিযোগে সরিয়ে নেওয়া হয়েছে।
Published : 07 Jan 2024, 01:41 PM
টাঙ্গাইল-৮ আসনের বাসাইল উপজেলায় নৌকা প্রতীকের পক্ষে এক ব্যক্তির জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখান থেকে এক পোলিং এজেন্টকে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস ছালাম।
বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। এ ছাড়া এখানে আরও চারজন প্রার্থী আছেন।
স্থানীয়রা জানান, নৌকার এক সমর্থক জাল ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের গামছার পোলিং এজেন্ট তাকে ধরে ফেলেন।
পরে বিষয়টি তাৎক্ষণিক বাইরে ছড়িয়ে পড়লে নৌকা ও গামছা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার পর সেখান থেকে শাহীন আলম নামে এক পোলিং অফিসারকে পক্ষপাতিত্বের অভিযোগে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, শাহীন আলম একই কেন্দ্রের ভোটার। তিনি নৌকার পক্ষে পক্ষপাতিত্ব করছেন এমন অভিযোগ দেন গামছা প্রতীকের এজেন্ট। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এ ছাড়া এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”