“বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার।”
Published : 27 Nov 2023, 11:06 PM
ফরিদপুর-৩ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
সোমবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনের মিলনায়তনে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
অপরদিকে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক লীগের সাবেক সহসভাপতি ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।
রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর মধ্যে ফরিদপুর-৩ সদর আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং ফরিদপুর-১ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।
এ কে আজাদ এবং আরিফুর রহমান দোলন নিজ নিজ আসন থেকে মনোনয়ন চেয়ে বাদ পড়েন।
মনোনয়ন ঘোষণার একদিন বাদে সোমবার সন্ধ্যায় নিজের অনুসারীদের উদ্দেশে এ কে আজাদ বলেন, “ফরিদপুর অঞ্চলে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।
“ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা, চিকিৎসা এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি।
আজাদ আরও বলেন, “আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, সেটা না পেলেও আমি স্বতন্ত্রভাবে সংসদ সদস্য হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদপুর-১ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে আরিফুর রহমান দোলন বলেন, “এক যুগ ধরে চেষ্টা করেছি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। তাদের ইচ্ছাই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি বিশ্বাস করি, এলাকার সাধারণ মানুষ আমার কষ্টের প্রতিদান দেবেন।
“আওয়ামী লীগ সভাপতির নির্দেশ মোতাবেক আমি এবার নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি শেখ হাসিনার কাছে এই আসনটি উপহার দিতে পারব”, যোগ করেন আরিফুর।