নওগাঁয় অপহৃত ৩ ভাইকে উদ্ধার, ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

তিন সহোদরকে আটকে রেখে বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 04:31 PM
Updated : 5 March 2023, 04:31 PM

নওগাঁর বদলগাছী উপজেলায় পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে গিয়ে অপহরণের শিকার তিন ভাইকে উদ্ধার করেছে র‌্যাব; অপহরণকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।

উদ্ধার হওয়া চন্দন কুজুর, সুশান্ত কুজুর ও চঞ্চল কুজুর মামুদপুর গ্রামের রাজেন কুজুরের ছেলে।

গ্রেপ্তার ৪২ বছর বয়সী মাসুদ রানা পাহাড়পুর এলাকার মকলেছার আলীর ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, শনিবার দুপুরের দিকে তিন ভাই মিলে বৌদ্ধবিহার দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে মাসুদ রানার নেতৃত্বে মানিক হোসেন এবং ওয়াহেদ আলীসহ অজ্ঞাত আরও ৪-৫ জন তাদের আটক করে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

তিনি বলেন, “সেখান থেকে তিন ভাইকে একটি জঙ্গলে নিয়ে আটকে রেখে তাদের বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

“ভুক্তভোগী পরিবার তাদের সন্তানদের মুক্ত করতে বিকাশের মাধ্যমে অপহরণকারিদের পাঁচ হাজার টাকা পাঠায়। কিন্ত এরপরও তাদের মুক্তি না দিলে র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পে অভিযোগ করেন তাদের বাবা রাজেন কুজুর।“

পরে রাতে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে তিন ভাইকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত মাসুদ রানাকে গ্রেপ্তার করে র‌্যাব, বলেন তিনি।

এ ঘটনায় মাসুদ রানা ও তার সহযোগীদের নামে বদলগাছী থানায় মামলা হয়েছে বলে জানান মাসুদ রানা।