যান্ত্রিক ত্রুটি: যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছেন কারখানার জিএম (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 04:02 PM
Updated : 8 May 2023, 04:02 PM

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছেন কারখানাটির জিএম (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “কারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সন্ধ্যা ৭টার পর ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ শুরু করেছেন।”

তবে ত্রুটি সারিয়ে আবার উৎপাদন শুরু করতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

যমুনা সার কারখানা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা গড়ে প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন।

এই কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের ১৬ জেলায় সার সরবরাহ করা হয়।