বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার আদালত তিন কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
Published : 23 Nov 2023, 08:18 PM
কুষ্টিয়ায় বিএনপির ডাকা অবরোধের মধ্যে তিন স্কুলছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে; যারা মশাল মিছিল করছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে আটক কিশোরদের পরিবারের দাবি, বিরিয়ানির ‘প্রলোভন’ দেখিয়ে তাদের মিছিলে ডাকা হয়েছিল।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, শহরের নিশান মোড় এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে ওই কিশোরদের আটক করা হয়।
“বৃহস্পতিবার বিকালে তাদের কিশোর আদালতে হাজির করা হয়। তখন তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। অপরপক্ষে পুলিশ তাদের আটক রাখার আবেদন করে। শুনানি শেষে বিচারক তাদের কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে।”
আটকদের মধ্যে দুইজনের বয়স ১৭ ও একজনের ১৫ বছর বলে জানা গেছে।
ঘটনার বর্ণনায় কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, “১৫ থেকে ২০ জন কিশোর-যুবক শহরের নিশান মোড়ে মশাল মিছিল বের করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে মিছিলে অংশ নেওয়া সবাই এদিক-ওদিক পালিয়ে যায়। পরে তিন স্কুলছাত্রকে ধরে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর পুলিশকে জানায়, হরিপুরের আলম নামের এক নেতা নিশান মোড়ে মাহফিল শেষে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাদেরকে ডেকে নিয়ে আসে। পরে তাদের হাতে মশাল ধরিয়ে দিয়ে সরকারবিরোধী মিছিল বের করে।”
আটক এক কিশোরের অভিভাবকের দাবি, “তাদের ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কোন নেতা প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে মিছিল করাল, তাকে পুলিশ ধরুক।”
তবে নাশকতা সৃষ্টির জন্য এ কাজে কেউ মদদ দিচ্ছে কি-না তা পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।