নিহত ৩২ বছর বয়সী মাহমুদা আক্তার বিথী গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।
Published : 24 Nov 2023, 03:19 PM
নাটোরের লালপুর উপজেলায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় একটি আম বাগান থেকে লাশটি উদ্ধারের খবর জানান লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন।
ওই উপজেলার বরমহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে
নিহত ৩২ বছর বয়সী মাহমুদা আক্তার বিথী গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে সেবিকা ছিলেন।
ওসি উজ্জ্বল বলেন, সকালে তোফাকাটা সড়কের পাশের জমিতে মাষকলাই কাটতে গিয়ে বিথীর লাশ পড়ে থাকতে দেখেন দিনমজুররা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যায়। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোন হদিস মেলেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।
মেয়ের দুই বছর আগে তালাক হয়। তার ঘরে দুটি সন্তান রয়েছে বলে জানান আমজাদ।
বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, সিআইডির তদন্ত দল হত্যাকাণ্ডের কারণ তদন্ত করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।