“মামলা, গ্রেপ্তার ও বিনাবিচারে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রাখার বিষয় তুলে ধরেছি।”
Published : 27 Dec 2023, 08:42 PM
সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের খাদিমনগর এলাকায় শুকতারা রিসোর্টে বৈঠকটি হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
বৈঠকে উপস্থিত ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস; অপরদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কাইয়ুম চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি বলেন, “আমরা প্রতিনিধি দলের কাছে দেশের বর্তমান অবস্থা, নির্বাচন ঘিরে বিএনপির নেতকর্মীদের বাসা-বাড়িতে প্রশাসনের অভিযান, মামলা, গ্রেপ্তার ও বিনাবিচারে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রাখার বিষয় তুলে ধরেছি।”
সারা বিশ্ব দেখছে কিভাবে নির্বাচনের নামে সরকারি নাটক করা হচ্ছে- মন্তব্য করে তিনি বলেন, “সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা চলছে তা তুলে ধরেছি। প্রতিনিধি দল আমাদের তুলে ধরা তথ্যগুলো নোট নিয়েছেন।”