“প্রিজাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা ও দক্ষতা কেন্দ্রের সমস্যা ৯০ ভাগ সমাধান করে দেবে।”
Published : 21 May 2023, 09:50 PM
গাজীপুর সিটি করপোরেশনের ভোট অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভোটের দিকে অনেক দেশ ও বিদেশি সংস্থা তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, “গাজীপুরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা খোয়াল রাখবেন। বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। সে নির্বাচনটি অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ হবে।”
রোববার বিকাল সাড়ে ৫টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপর সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথরি বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রিজাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা ও দক্ষতা কেন্দ্রের সমস্যা ৯০ ভাগ সমাধান করে দেবে মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, “আপনি যদি নিরপেক্ষ আচরণ করেন এবং কাজে দক্ষতাও প্রমাণ দেন তাহলে কেউ আপনাকে ঘাটাবে না।”
গাজীপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ইভিএমসহ নির্বাচনের মালামাল প্রস্তুত হয়েছে। এসব মালামাল বিতরণ এবং গ্রহণ করার জন্য আমরা পাঁচটি সেন্টার নির্ধারণ করেছি। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দারুস সালাম গোরস্থান ও ফাজিল মাদ্রাসা, কাজী আজিম উদ্দিন কলেজ, ধীরাশ্রম গির্জা কিশোর (জিকে) আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ ও বিতরণ করা হবে।
ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
গাজীপুর সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৫৭টি, সংরক্ষিত ওয়ার্ড ১৯টি। ভোট কেন্দ্র ৪৮০টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩টি। প্রিজাইডিং অফিসার হিসেবে ৪৮০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৪৯৭ জন, পোলিং অফিসার ৬৯৯৪ জন এবং মোট ভোট গ্রহণকারী কর্মকর্তা রয়েছেন ১১ হাজার।