দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিন নারায়ণগঞ্জ সদরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে সদর উপজেলার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম।
তবে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, শাহ্ সিমেন্ট কোম্পানির একটি কভার্ড ভ্যান রাস্তার পাশে দাঁড় করানো ছিল। রাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়ির পেছনের অংশে আগুন দেয়। পরে আগুন পুরো কভার্ড ভ্যানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ জানান।
ওসি নূরে আযম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য এক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। এ ছাড়া তার মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।