“স্বল্পমূল্যের এই আয়োজন আমাদের রমজান জুড়েই অব্যাহত থাকবে।”
Published : 17 Mar 2024, 06:35 PM
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা যাতে পবিত্র রমজানে গরুর মাংস কিনতে পারেন এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শামীম হক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চান এই রমজানে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্ম পালন করুক। আর এই জন্যই সমাজের বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
“আমরা এই শুভ কাজটির জন্য বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনটিকে বেছে নিয়েছি। স্বল্প মূল্যের এই আয়োজন আমাদের রমজানজুড়েই অব্যাহত থাকবে।”
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “রমজানজুড়ে প্রতিদিন একটি করে গরু জবাই করা হবে। মাংস শেষ না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের যে কেউ এক কেজি করে মাংস কিনতে পারবেন।”
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে প্রথম দিন অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায় গরুর মাংস কিনতে পেরে অনেকেই এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।