কোরবানির মাংসের এক বেলার বাজার
ঈদের দিন দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে বসে কোরবানির মাংসের অস্থায়ী বাজার। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা কিংবা কাজের বিনিময়ে পাওয়া মাংস বিক্রি করতে অনেকেই হাজির হন এসব বাজারে; ক্রেতাও মেলে বেশ। এ রকমই একটি বাজার বসে খিলগাঁও রেলগেইটে, যেটির আকার বাড়ছে। এছাড়া মহাখালী রেলগেইট, পুরান ঢাকার ইংলিশ রোডসহ আরও কিছু স্থানে বসা এসব বাজারের ক্রেতা এখন অনেক রেস্তোরাঁও।