ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “মানুষ এখন শুধু খবরই পেতে চায় না, খবরের পেছনের ঘটনাও জানতে চায়।”
Published : 25 Oct 2023, 07:24 PM
গণমাধ্যমকর্মীরা নারীর ক্ষমতায়নসহ সব অর্জনের অংশীদার বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
তিনি বলেছেন, “সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখছে সাংবাদিকরা।
“আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে।”
শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে স্থানীয় দৈনিক ‘সভ্যতার আলো’র সপ্তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়ার ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এমএ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, কথা সাহিত্যিক, নাট্যকার আবু সুফিয়ান, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসাইন, উপজেলার ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জিস্ট অধ্যক্ষ মো. মামুন শরীফ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু এবং গজারিয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, “মুন্সীগঞ্জে দৈনিক সভ্যতার আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সব শ্রেণির পাঠকের মন জয় করেছে। নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ বন্ধেও ভূমিকা রাখছে এই জনপ্রিয় দৈনিকটি।”
সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন শুধু খবরই পেতে চায় না, খবরের পেছনের ঘটনাও জানতে চায়।”
প্রতিমন্ত্রী এর আগে জিস্ট পলিটেকনিক প্রাঙ্গণে ‘ক্যাশিয়া জাভানিকা’ নামে দৃষ্টিনন্দন ফুলগাছের একটি চারা রোপণ করেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]