নাটোর পেট্রোল বোমায় পুড়ল খড় বোঝাই নসিমন

পুলিশ বলছে, কয়েকটি মোটরসাইকেলে আসা ‘দুবৃত্তরা’ নসিমনটিতে পেট্রল বোমা মারে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 03:20 AM
Updated : 13 Nov 2023, 03:20 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে নাটোরে খড় বোঝাই তিন চাকার একটি নসিমন পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার রাত ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান।

তিনি বলেন, “কয়েকটি মোটরসাইকেলে আসা দুবৃত্তরা নসিমনটিতে পেট্রল বোমা মারে। আগুন ছড়িয়ে পড়ে খড়সহ গাড়ির আংশিক পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।”

খবর পেয়ে নাটোর ও রাজশাহীর পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ।

নসিমনের চালক হাসান জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে খড় নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া যাচ্ছিলেন তিনি। ডাকমারা গোরস্থান এলাকায় তার বাহন আক্রান্ত হয়।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি নাছিম আহমেদ বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ।”