সিরাজগঞ্জের তাড়াশে একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার অভিযোগে ছাত্রলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়।
মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
বুধবার মামলার এজাহারভুক্ত নয়ন মন্ডল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, বিদ্যালয়ে রোববার দুপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলাকালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মন্ডল ও জিহাদ মন্ডলসহ ১০/১৫ জন গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে বলা হয়, তাতে অস্বীকৃতি জানালে রানা মন্ডলের নির্দেশে হামলা চালিয়ে ৫০/৬০টি চেয়ার, আসবাবপত্র ও মঞ্চ ভাংচুর করা হয়; এতে স্কুলের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
পরে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও চেয়ার ভাংচুরের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের মধ্যে নয়ন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে, অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।”