Published : 20 Nov 2022, 08:00 PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হাই বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার এসএসসি প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ২২ হাজার ২৭১ জন।
চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৬০৮; পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
প্রথম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থীর ফলও প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত পরীক্ষার ফলাফল www.bou.ac.bd এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে বলে বাউবি জানায়।