“সাকিব রাজনীতিতে নতুন তাই তাকে সময় দিতে দুই ঘণ্টার জন্য মাগুরায় এসেছি।”
Published : 04 Jan 2024, 04:22 PM
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এ সময় তাদের সঙ্গে ছিলেন ক্রিকেটার সৌম্য সরকার, আবু হায়দার রনি ও সাব্বির রহমান।
নৌকার পক্ষে ভোট চাইতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছান মাশরাফি। সেখানে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি।
এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ছাদ খোলা গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে বেরিয়ে পড়েন মাশরাফি।
মাশরাফি বিন মুর্তজা ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শুরু করে শহরের চৌরঙ্গীর মোড় ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে ভায়না মোড় গিয়ে প্রচার শেষ করেন।
এ সময় তিনি নিজ হাতে শহরের ভোটারদের কাছে সাকিবের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লোহাগড়া ও সদর উপজেলার এক অংশ নিয়ে গঠিত নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হন মাশরাফি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন।
নড়াইল-২ আসনে নিজের প্রচার রেখে সাকিবের পক্ষে কেন এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, “সাকিব রাজনীতিতে নতুন তাই তাকে সময় দিতে দুই ঘণ্টার জন্য মাগুরায় এসেছি।”
এরপর শহরের ভায়না মোড় থেকে প্রচার শেষ করে নড়াইলের উদ্দেশে মাগুরা ত্যাগ করেন মাশরাফি বিন মুর্তজা।
এর আগে সকাল থেকে সাকিব আল হাসান শহরের কেশব মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতিতে যান। সেখানে আইনজীবীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাকিব আল হাসান, পিপি কাজী এস্কেন্দার আজম বাবলু, জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম মোহন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম।
এ সময় সাকিব নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আমাকে ভোট দেবেন। আমি চাই, সবাইকে নিয়ে মানুষের জন্য কাজ করতে। আমার খুব বেশি কিছু চাওয়ার নাই।
“আইনজীবীদের কথা মানুষ শোনে। আমি যদি নির্বাচিত হই সে সুযোগ যদি আপনারা দেন তাহলে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে মিলে কীভাবে মাগুরার উন্নয়ন করা যায় সেটাই করব”, বলেন সাকিব।