চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করে বলে জানান পিপি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 03:15 PM
Updated : 22 May 2023, 03:15 PM

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন। 

দণ্ডিত তারা বেগম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পিপি বলেন, ২০১৭ সালের ৯ জুলাই খবর পেয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ওই এলাকার তারা বেগমের বাড়িতে অভিযান চালায়। 

অভিযানে ওই বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ এবং তাকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা। তারা বেগম ওই হেরোইন বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন । 

আইনজীবী আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী তারা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। 

তদন্ত শেষে ওই বছরের ২৬ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচারকার্য শেষে সোমবার আদালত এ রায় দেয়। 

রায়ে আসামিকে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।