ওই বিমানে থাকা দুই বৈমানিক সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
Published : 03 Apr 2024, 09:01 PM
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নড়াইলের তারাশি বিলে ধান ক্ষেতের মধ্যে ‘জরুরি অবতরণ’ করেছে।
বুধবার দুপুর ২টা ৪১ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই বিমানে থাকা দুই বৈমানিক সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আফছার উদ্দিন বলেন, প্রশিক্ষণ বিমানটি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে দুপুর ১টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। বিকাল ৩টার দিকে তারাশি বিলে ধান ক্ষেতে কর্মরতরা বিমানটিকে নিচে নেমে আসতে দেখেন।
“জরুরি অবতরণের পর বিমান থেকে দুই জন নেমে আসেন। তারা হচ্ছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার নাদিম। তাদের যশোরে বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। বিমান বাহিনীর ঊর্ধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
স্থানীয় বাসিন্দা হেদায়েত হোসেন বলেন, বিমানটিকে হঠাৎ নিচে নেমে আসতে দেখে বিলের মধ্যে কৃষিকাজে থাকা লোকজন ভয় পেয়ে সরে যায়। পরে বিমান নামার খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করে।
“বিমানটি নামার পর দুজন লোককে সুস্থ অবস্থাতেই নেমে আসতে দেখিছি আমরা।”
কিছু সময় পর যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌছায়। তবে বিমান বাহিনীর সদস্যরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।