মেনস্ট্রুয়াল প্রোডাক্ট, পিরিয়ড শিক্ষা, স্বাস্থ্যবিধি সুবিধা, মাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বা এগুলোর সংমিশ্রণে যথাযথ সুবিধার অভাবকে বলা হয় পিরিয়ড পোভার্টি।
Published : 24 Jun 2023, 09:51 PM
নারীদের পিরিয়ড বা মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্ভাবিত উদ্যোগ পেয়েছে সরকারি অনুদান।
গণিত বিভাগের চার শিক্ষার্থীর ‘প্রীতিলতা’ নামে ব্যতিক্রমী এ আইডিয়া সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ১০ লাখ টাকা অনুদান পেয়েছে বলে বৃহস্পতিবার জানান গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
দলটির সদস্যরা হলেন- বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ, মাহবুব আহমেদ চৌধুরী, সুরাইয়া তাসনুর তানহা ও আয়শা আহমেদ ইফফাত।
প্রীতিলতা দলের সদস্যরা জানান, গতবছর তাদের এ উদ্যোগের যাত্রা শুরু হয়। ওই বছর মার্চের দিকে ক্যাম্পাসে হাল্ট প্রাইজ আইডিয়া প্রতিযোগিতা উপলক্ষে চার সদস্যের দল গঠন করেন তারা।
ওই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছিলেন তারা। কয়েকদিন পরেই ‘রবি-বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন-২০২২’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন। এ ছাড়া আরও বেশকিছু প্রতিযোগিতায় পুরস্কার পায় দল প্রীতিলতা।
চলতি বছরের ৫ জানুয়ারি তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের ‘আইডিয়া’ প্রজেক্টে নিজেদের আইডিয়া জমা দেন দলের সদস্যরা। মোট তিনটি ধাপে আইসিটি বিভাগের সামনে নিজেদের উদ্যোগের বিস্তারিত উপস্থাপন করা হয়। সবশেষ গত ১৭ মে তাদের আইডিয়া আইসিটি ডিভিশন মঞ্জুর করে এবং ১০ লাখ টাকা অনুদান দেয়।
দল ও ভাবনার নাম প্রীতিলতা কেন, জানতে চাইলে সুরাইয়া তাসনুর তানহা বলেন, “যেহেতু আমরা মেয়েদের পিরিয়ড পোভার্টি নিয়ে কাজ করছি, তাই এমন নাম রাখতে চেয়েছিলাম যার মাধ্যমে ফেমিনিন ভাইবটি ফুটে ওঠে। সেসব দিক বিবেচনা করেই এই নাম রাখা হয়।”
মেনস্ট্রুয়াল প্রোডাক্ট, পিরিয়ড শিক্ষা, স্বাস্থ্যবিধি সুবিধা, মাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বা এগুলোর সংমিশ্রণে যথাযথ সুবিধার অভাবকে বলা হয় পিরিয়ড পোভার্টি।
তানহা আশা প্রকাশ করে বলেন, “আমাদের উদ্ভাবিত আইডিয়া মেয়েদের মাসিকের ভয় ও হীনমন্যতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। কারণ মাসিকের সময় হাতের নাগালে স্যানিটারি ন্যাপকিন ও অন্যান্য উপাদান না পেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।”
কীভাবে এসব পণ্য সহজলভ্য করা যায় সেই ভাবনা থেকেই এই উদ্যোগের জন্ম বলেও জানালেন তিনি।
দলের আরেক সদস্য শাহ মো. মারুফ বলেন, “২০২২ সালে সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যার সময় আমরা ৬০ হাজার টাকার তহবিল জোগাড় করে নারীদের মাঝে ছয় হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করি। এখন যেহেতু নারী স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আইসিটি বিভাগ থেকে ফান্ডিং পেয়েছি, আমাদের পরিকল্পনা হলো প্রথম ধাপে শাবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুমে ক্যাশলেস ভেন্ডিং মেশিন স্থাপন করা।
“আমাদের একটা ইন্টারনেটভিত্তিক ক্যাশলেস স্মার্ট ভেন্ডিং মেশিন থাকবে, যেগুলো মেয়েদের ওয়াশরুমে সেটআপ করব। যার মাধ্যমে মূলত মেনস্ট্রুয়াল প্রোডাক্ট সেল করব। ভেন্ডিং মেশিন থেকে যে কেউ চাইলে প্রীতিলতা অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারবে।”
পরবর্তীতে হোম ডেলিভারি সুবিধা রাখার এবং মা ও শিশুদের পণ্য কেনার সুবিধাও যুক্ত করা হবে বলে জানালেন তিনি।
নতুন আইডিয়া উদ্ভাবনে ও সরকারি ফান্ডিং পাওয়ায় শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা ভালো করছে। তাদের এই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। এই শিক্ষার্থীরা অন্যদের জন্যও অনুপ্রেরণার।”
শিক্ষার্থীদের সৃজনশীল কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোহিতা করবে বলেও জানান তিনি।