ফরিদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাবাসের আদেশ দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 03:51 PM
Updated : 21 March 2023, 03:51 PM

ফরিদপুর সদর উপজেলায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার ফরিদপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিহাবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সানোয়ার হোসেন।
দণ্ডপ্রাপ্ত ৩৮ বছর বয়সী মো. নুরুজ্জামান মোল্লা ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। 

মামলার বরাতে পিপি সানোয়ার হোসেন জানান, ২০১৫ সালের ২০ মার্চ রাতে গোপন সংবাদ পেয়ে ফরিদপুর শহরের পুরাতন পাসপোর্ট অফিসের মোড়ে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। 

“অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলসহ নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করে র‌্যাব।” 

পরদিন সকালে র‌্যাব-৮ ফরিদপুরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. লুৎফর রহমান বাদী হয়ে নুরুজ্জামান মোল্লার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, ওই বছরের ২৫ এপ্রিল নুরুজ্জামান মোল্লার নামে আদালতে অভিযোগপত্র জমা করেন তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই কাজী মাসুদ রানা।
“নুরুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাবাসের আদেশ দিয়েছে আদালত।”