বিএনপি-জামায়াতকে দায়ী করে দ্রুত জড়িতদের শাস্তি দাবি করেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Published : 29 Oct 2023, 02:29 PM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান।
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী মাস্টার বলেন, “রোববার সকালে গিয়ে দেখি দলীয় কার্যালয়ের ভেতরে আমার কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতের কোন এক সময় পূর্ব পাশের কাঁচের জানালা ভেঙে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ছিল “
এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে দ্রুত জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, “নিজেরা দলীয় কার্যালয়ে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।”
ওসি পঞ্চানন্দ সরকার জানান, দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।