বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রোববার মাঝরাতে মহাসড়কের কোনাবাড়ি মফিজমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
তিনি বলেন, রাত ১টার দিকে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী গম বোঝাই ট্রাকটি ওই এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি। ট্রাকে থাকা গমেরও কোনো ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গত ৯ নভেম্বর সকালে একই মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক মামলা করার পর বিএনপি ও জামায়াতের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।