“এতে খুব কম সময়ে ৩০টি কাউন্সিলর কার্যালয় থেকে নিবন্ধন সনদ গ্রহণ করতে পারবেন নগরবাসী।”
Published : 20 Dec 2022, 07:06 PM
নতুন বছর থেকে বরিশাল নগরীর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রম শুরুর অংশ হিসেবে আট দিন নিবন্ধনের কাজ বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বরিশাল ক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মেয়র বলেন, আগে নগরীর বিবির পুকুর পাড়ের সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন থেকে এই কাজ পরিচালিত হতো। জনগণের স্বার্থে আগামী ১ জানুয়ারি থেকে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রায় আট দিন এই নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে।
সাদিক আবদুল্লাহ বলেন, নগরবাসী অনেক সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে ভোগান্তির শিকার হতেন। নাগরিকদের ভোগান্তির কথা চিন্তা করে নগরীর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রক্রিয়ার উদ্যেগ গ্রহণ করেছি। এতে করে খুব কম সময়ে ৩০টি কাউন্সিলর কার্যালয় থেকে নিবন্ধন সনদ গ্রহণ করতে পারবেন নগরবাসী।”
মেয়র আরও বলেন, এই উদ্যেগের কারণে প্রায় আট দিন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকতে পারে। আগে মন্ত্রণালয়ে আমরা ১৬ লাখ টাকা জমা দিয়েছিলাম। এখন আবার বাকি টাকা জমা দিয়ে পুনরায় কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।
এতে কাউন্সিলরদেরও সুবিধা হবে উল্লেখ করে সাদিক আবদুল্লাহ আরও বলেন, মঙ্গলবার থেকে অ্যানেক্স ভবনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন, প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।