নেত্রকোণার রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
Published : 03 Dec 2023, 07:41 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ছাত্রনেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ এবং নেত্রকোণা-৫ আসনে কর্নেল আবু তাহেরের ছোট ভাই অধ্যাপক আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৩ জনের প্রার্থিতা বাতিলের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
তিনি আরও জানান, অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচনি বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
পাঁচটি আসনে আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র কিনেছিলেন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আরও আছেন হলেন- নেত্রকোণা-১ আসনে জাকের পার্টির মো. ছমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন, নেত্রকোণা-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো. আমজাদ হোসেন ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. আজাহারুল ইসলাম খান এবং নেত্রকোণা-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ, নেত্রকোণা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মিজবাহর জামান, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির ও তৃণমূল বিএনপির মোহাম্মদ আল মামুন।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের ভাই ওয়ারেসাত হোসেন বেলাল টানা তিনবারের সংসদ সদস্য। এবার তিনি অসুস্থ থাকায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি।
ওই আসনে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। তিনি প্রায় পাঁচ দশক ধরে রাজনীতি করছেন। এর মধ্যে তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক, টানা পাঁচবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আহমদ হোসেন এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন।
অপরদিকে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা শফি আহমেদ। কিন্তু সেখানে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক আমলা সাজ্জাদুল হাসান। পরে শফি আহমেদ স্বতন্ত্র প্রার্থী হন।