২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়াকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
Published : 30 Jan 2024, 08:39 AM
কুমিল্লার হোমনা উপজেলায় জজ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) মো. নুরুল ইসলাম জানান।
দণ্ড পাওয়া আজাদ মিয়া (৩৫) উপজেলার হোমনা সদরের সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে।
মামলার বরাতে পিপি নুরুল বলেন, “২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়া বাড়ির পাশে পৌর নতুন বাসস্ট্যান্ড মাঠে বসে অন্যদের সঙ্গে গল্পগুজব করছিলেন। সে সময় তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
“পরে অটোরিকশা চালক জামির ও দেলোয়ার তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে জজ মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।”
এ ঘটনায় পরদিন জজ মিয়ার বড় ভাই আনোয়ার আলীর ছেলে মো. জুলহাস বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন।
তদন্ত শেষে এসআই কাজী নাজমুল হক ২০১৫ সালের ২৫ ডিসেম্বর আজাদ মিয়া, সালাউদ্দিন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে আজাদ মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সালাউদ্দিন ও নাসির উদ্দিন খালাস পেয়েছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]