মো. বজলু মাওয়া সেনানিবাসের পিছনে সমাসপুর গ্রামের আব্দুল সামাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
Published : 02 Apr 2024, 02:56 PM
মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দোগাছিতে ট্রেনে কাটা পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মাওয়া সেনানিবাস চেকপোস্টের সামনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান।
নিহত গরু ব্যবসায়ী মো. বজলু মিয়া মাওয়া সেনানিবাসের পিছনে সমাসপুর গ্রামের আব্দুল সামাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী শ্যামল জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতুর দিকে যাচ্ছিল। ট্রেনটি সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়েন।
এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্টেশন মাস্টার হাসান উর রহমান জানান, নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।