আটকদের মধ্যে একজনকে তিন হাজার টাকা জরিমানা এবং একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
Published : 20 Mar 2024, 10:56 PM
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় আটক আট জেলের মধ্যে ছয়জনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া আটক একজনকে তিন হাজার টাকা জরিমানা এবং একজন কিশোর হওয়ায় তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নিগার সুলতানা।
মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। জাটকা ধরায় আট জেলকে আটকের পাশাপাশি এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
জব্দ নৌকা দুটি কোস্ট গার্ড হেফজাতে এবং কারেন্ট জাল নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান তিনি।
অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. মনির হোসেন, নৌ-পুলিশের এসআই অনিল বিহারী নাথসহ কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।