বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় সিলেটের লোক গবেষক সুমনকুমার দাশকে সংবর্ধনা দেওয়া হয়।
Published : 09 Mar 2024, 11:42 PM
পূর্ব বাংলার মত সাহিত্য ইউরোপেও নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাদিক।
তিনি বলেছেন, “মানুষ যেখানে বাস করে সবসময় সেখানে থাকে না; আর যেখানে সবসময় থাকে সেখানে বাস করে না। আমি বহু আরবের খবর নিয়েছি৷ হলফ করে বলতে পারি হাসন রাজা, লালন ফকিরের মত একজন মনীষীও ইউরোপীয় সাহিত্য নেই।”
শুক্রবার রাতে সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে বাংলা একাডেমি পুরস্কার-২০২৩ পাওয়ায় লোক গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশকে সংবর্ধনা অনুষ্ঠানে কবি মোহাম্মদ সাদিক এসব কথা বলেন।
সংসদ সদস্য মোহাম্মদ সাদিক বলেন, বাংলা ও ইউরোপীয় সাহিত্য সম্পর্কে সৈয়দ মুজতবা আলী আমাদের অনেক ধারণা দিয়েছেন। তার কাছ থেকে আমরা এই সন্ধান পাই। আর সেই সমুদ্রে কাজ করছে সুমনকুমার দাশ। তিনি ডুবুরির মত তুলে আনছে মণিমুক্তা।
সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানে ‘লোকায়ত সখা’ নামে সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের সদস্যসচিব মু. আনোয়ার হোসেন রনি।
সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তুষার করের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক ভীষ্মদেব চৌধুরী, ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার এবং কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন বক্তব্য দেন।
শ্রুতির সমন্বয়ক সুকান্ত গুপ্ত ও রাজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় সুমনকুমার দাশ বলেন, “বাংলা একাডেমির পুরস্কারের বিষয়টি দ্রুত ভুলতে চাই, এই মুহূর্ত থেকে ভুলতে চাই। কিন্তু এই অনুষ্ঠানের কথা আমি আমৃত্যু স্মরণ রাখতে চাই।
“আপনারা যে সম্মান, যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি বিনম্র চিত্তে আসলে কীভাবে সেটা প্রকাশ করব বলতে পারতেছি না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন।”
অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ক্রীড়া ব্যক্তিত্ব বিজিত চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আশরাফুল আলম, গীতিকবি ও চিকিৎসক জহির অচিনপুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, শাবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার, সাহিত্যিক শাকুর মজিদ, এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ, কাউন্সিলর রিজওয়ান আহমদ ও কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা বক্তব্য দেন।