ঘটনার পরপরই অভিযান চালিয়ে শ্যালককে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 14 Nov 2022, 09:35 PM
শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের লাঠির আঘাতে ‘মাতাল ভগ্নিপতি’ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান।
নিহত আলবার্ট দাওয়া (৪০) ওই গ্রামের বাসিন্দা। তার শশুরবাড়িও একই গ্রামে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে শ্যালক উৎসব মারাককে (২১) গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উৎসব হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
জবানবন্দী গ্রহণের আবেদনসহ আসামিকে সোমবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়।
ওসি এমদাদুল হক জানান, রোববার রাতে আলবার্ট মদ খেয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পথে তার শশুরবাড়ি থাকায় তিনি সেখানে যান। তখন শ্যালক উৎসব মারাকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উৎসব লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করেন।
“খবর পেয়ে স্বজনরা আলবার্টকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরও জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।