বগুড়ায় চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে; আটক করা হয়েছে তার সোর্সকে।
শুক্রবার বিকেলে তাদের প্রত্যাহার করা হয় বলে সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান।
প্রত্যাহৃত এসআই মাসুদ রানা বগুড়া থানায় দায়িত্বে ছিলেন।
শুক্রবার বিকালে বগুড়া শহরের নাটাইপাড়ায় চাঁদা দাবির অভিযোগে রানা ও ইকবাল মিয়া নামে তার এক সোর্সকে জনতা আটক করে।
এলাকাবাসী জানান, এসআই মাসুদ ও তার সোর্স ইকবাল শুক্রবার দুপুরের পর নাপিতপাড়ায় গিয়ে অরুণ শীল নামে এক ব্যক্তির বাড়ির ভেতরে প্রবেশ করেন। বাসার ভেতরে কয়েকজন লোক ছিলেন। ইকবাল তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন ভিডিও করলে এসআই মাসুদ তাদের মারধর করেন।
অরুণ শীল সাংবাদিকদের বলেন, এসআই মাসুদ বাড়ির নারীদেরও মারধর শুরু করলে প্রতিবেশীরা মাসুদ ও ইকবালকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে বগুড়া থানার পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিয়ে তাদের উদ্ধার করে।
বগুড়া থানার ওসি সেলিম রেজা জনতার রোষানল থেকে তাদের উদ্ধারের কথা স্বীকার করেন।
পুলিশ কর্মকর্তা সরাফত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মাসুদের সোর্স ইকবালকে আটক করা হয়েছে। ওই বাড়িতে কী ঘটেছিল তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।