রাঙামাটিতে ইউপিডিএফকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ

অভিযোগ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2022, 08:14 AM
Updated : 24 August 2022, 08:14 AM

রাঙামাটির লংগদু উপজেলায় এক ইউপিডিএফকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন দলটির সংগঠক অংগ্য মারমা।

তিনি বলেন, উপজেলার ছোট কাট্টলী এলাকায় শ্যামল চাকমা (৪৫) নামে তাদের এই কর্মীকে হত্যা করা হয়।

বুধবার সকালে তার মৃত্যু হয় বলে জানালেও কখন তাকে গুলি করা হয় তা বলতে পারেননি অংগ্য মারমা। শ্যামল চাকমার ঠিকানাও বলতে পারেননি অংগ্য মারমা।

এই মৃত্যুর জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন অংগ্য মারমা।

তবে জেএসএসের লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, “ওই এলাকাটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন। সেখানে মঙ্গলবার রাতে কিছু সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়দের কাছে শুনেছি।”

কাদের মধ্যে গোলাগুলি হয়েছে এবং গুলিতে কেউ মারা গেছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বুধবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

লংগদু থানার পরিদর্শক মো. সানজিদ আহম্মেদ বলেন, “গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থল এতই দুর্গম যে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে। ”

লংগদু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার চাকমা মঙ্গলবার রাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার সকালে তিনি বলেন, “রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। সকালে সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারব।”