সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতকে বজ্রপাতে এক মৎস্যজীবী ও এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের তেরা মিয়া (২৮) ও ছাতক উপজেলায় কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের জয়েন উদ্দিন (৩৮)।
বোবরাপুর গ্রামের ইউপি সদস্য নজর আমিন জানান, গ্রামের পাশে আমন ক্ষেতে সকালে কাজ করছিলেন কৃষক জয়েন উদ্দিন। বজ্রপাতে তিনি সেখানে পড়ে যান। উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে তেরা মিয়া সকালে খাউয়াজুড়ি হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।