কুমিল্লায় অভিযানে পাসপোর্ট কার্যালয়ের ২৪ ‘দালাল’ গ্রেপ্তার

“তাদের কাছ থেকে পাসপোর্ট, ডেলিভারি স্লিপ, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।”

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 10:34 AM
Updated : 6 March 2023, 10:34 AM

কুমিল্লায় র‌্যাব অভিযান চালিয়ে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের ‘দালালির’ কাজে জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি বলেন, রোববার বিকালে আদর্শ সদর উপজেলার পাসপোর্ট কার্যালয় সংলগ্ন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরের তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ‘মূলহোতা’ শাকিল আহম্মেদ সুজন (৩৮), মো. শাহাদাত হোসেন (২৭), মো. শরীফ (৩৪), মো. মাসুক (৫০), মো. লিটন খান ওরফে লিটন (২০), ডালিম সরকার (২০), ইরফান (২৮), শওকত আলী ওরফে শওকত আকবর (৫৪), ওজায়ের হোসেন সাকিব (২০), রোমান (৫২), আব্দুর রহিম (৩৭), ইশান আহম্মেদ রাব্বি (২৩), মুজিবুর রহমান (২১), সাইফুল ইসলাম (২০), শাফি (২৯), তুহিন (২০), আমিন রুবেল (৩০), মাজহারুল ইসলাম (২১), আব্দুল হান্নান বাবুল (৫৩), হাসিবুল হাসান জিমি (২৩), তানজিদ হাসান (২৭), ইমরুল হাসান, আবুল কালাম আজাদ (৫৫) এবং আব্দুল কাইয়ুম (৫২)।

সাকিব হোসেন বলেন, তাদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল সেট, সাতটি সিল, একটি প্যাড, ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।”

তিনি বলেন, তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম পরিচালনা করতেন। একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরির নামে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসতেন। দ্বিতীয় গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দ্রুতসময়ে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা বলে স্লিপ নিজেদের কাছে রেখে দিতেন।

তৃতীয় গ্রুপটি বিভিন্ন কৌশলে পাসপোর্ট ডেলিভারির নির্দিষ্ট তারিখ নির্ধারণ করতেন। এরপর তাদের কাছে টাকা জমা দিলে তারা জালিয়াতি মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে কার্যালয় থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিলেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।