ওসি জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
Published : 13 Apr 2024, 02:22 PM
সিলেটে জকিগঞ্জ-সিলেট সড়কে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ।
নিহতরা হলেন, জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে আহমদ ফুয়াদ (১৭)।
এছাড়া মাদারখাল গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০) এ ঘটনায় গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তারা মুহিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
“সংঘর্ষে আদিল হোসাইন ও জাকারিয়া আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পথে ফুহাদের মৃত্যু হয়।”
লাশগুলোর ময়নাতদন্ত হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।