কুড়িগ্রামে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে অন্যের জমির মাটি কাটার ছবি তুলতে গেলে ঘটনাটি ঘটে।
Published : 02 May 2024, 12:20 AM
মে দিবসে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে অন্যের জমিতে মাটি কাটা কাজের ছবি তোলার সময় এক পল্লী চিকিৎসককে মারপিটের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।
বুধবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের খলিশাকুড়ি ছনবান্দা (সর্দারটারি) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
এ ঘটনায় বলদিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রাজ্জাকের নামে কচাকাটা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত সফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।
পেশায় পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবসে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করানো হচ্ছে, ইউএনওর কাছে এমন অভিযোগ করেন তিনি। পরে ইউএনও তাকে শ্রমিকদের কাজের ছবি তুলে দিতে বলেন।
ঘটনাস্থলে ছবি তুলতে গেলে ইউপি সদস্য রাজ্জাক তার ওপর হামলা করেন; কোদালের হাতলের আঘাত সফিকুলের কপাল ফেটে যায় বলে জানান তিনি।
তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে বলে জানান সেখানকার জরুরি বিভাগের মাইদুল ইসলাম।
শ্রমিক দিবস সম্পর্কে কিছু না জানার দাবি করে ইউপি সদস্য রফিকুল ইসলাম রাজ্জাক বলেন, “শ্রমিকরা কাজে ধরেছিল। আমি সেই কাজ বন্ধ করে দিয়েছি। পরে শ্রমিকরা ব্যক্তি মালিকানা কাজ করেন।
“এ সময় সফিকুল ছবি তুলতে গেলে বাধা দেই। এক পর্যায় তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে সফিকুলের হাতে থাকা মোবাইলের আঘাতে তার কপাল ফেটে যায়।”
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইউএনও গোলাম ফেরদৌস বলেন, “ওই ওয়ার্ডের ৫২ শ্রমিকের মধ্যে আজকে ১৬ জন কাজ করেছেন। এ বিষয়ে ইউপি সদস্যকে নিষেধ করা হয়েছে। আহত ব্যক্তি এবং ইউপি সদস্য সম্পর্কে মামা ভাগনে। আহত ব্যক্তিকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।”
কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।