সাতক্ষীরায় ডাকাতের সঙ্গে পুলিশের ‘গোলাগুলি’, গ্রেপ্তার ৬

ডাকাতের সঙ্গে ‘গোলাগুলিতে’ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 10:13 AM
Updated : 6 March 2023, 10:13 AM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির খবর পাওয়া গেছে; এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার শেষ রাতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কোটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।গুলিবিদ্ধ ৫০ বছর বয়সী মিজানুর রহমান যশোরের সদর উপজেলার বাসিন্দা।

তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক অন্যদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আসাদুজ্জামান দুপুরে সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চ্যালেঞ্জ করে।

“এ সময় ডাকাতরা তাদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে।“

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আসাদুজ্জামান আরও জানান, গোলাগুলিতে তিনিসহ কলারোয়া থানা ওসি নাসির উদ্দিন মৃধা, এসআই রঞ্জন, রাজিব, আনোয়ার আহত হয়েছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।