বরিশালে শত্রুতায় ১৪শ’ কলা গাছ কেটে ফেলার অভিযোগ

এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকের।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2022, 04:36 PM
Updated : 25 Nov 2022, 04:36 PM

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে একটি বাগানের ১৪ শতাধিক কলা গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে এ ঘটনা ঘটে বলে বাগান মালিক মো. আফওয়ানের (৩৫) অভিযোগ। 

তিনি জানান, চাচার কাছ থেকে প্রায় দুই একর জমি ইজারা নিয়ে কলার বাগান করেন। গত রাতে দুর্বৃত্তরা বাগানের ১৪ শতাধিক কলা গাছ কেটে রেখে যায়। 

এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকের। 

জমি নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে আফওয়ানের বিরোধ আছে। তার ধারণা, এর জেরে এ ঘটনা ঘটানো হতে পারে। 

আফওয়ান জানান, এর আগে গত ৬ নভেম্বর কলা বাগানের পাশের পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করা মাছ বিষ দিয়ে মেরে ফেলে দুর্বৃত্তরা। 

পুকুরে রুই, কাতল, মৃগেল, থাই পুঁটি, মিরর কার্প, গ্রাস কার্প, তেলাপিয়া জাতের মাছ ছিল। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি আফওয়ানের। 

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, “কলা গাছ কেটে ফেলার বিষয়টি শুনে থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।