রাতে মেছো বাঘটি তার শাবকের কাছে এসে ফাঁদে আটকা পড়ে।
Published : 23 Jan 2023, 03:30 PM
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা জানান, রোববার রাতে উপজেলার রঘুনাখপুর গ্রামে ফাঁদ পেতে মেছো বাঘ ও তার শাবককে আটক করে বন দপ্তরকে খবর দেয় গ্রামবাসী। পরে তারা লোক পাঠিয়ে মেছো বাঘটি নিয়ে যান।
গ্রামবাসী জানায়, রোববার দুপুরে তারা গ্রামের সলেমান মোল্লার ঘরের ভেতরে আওয়াজ শুনতে পায়। পরে ঘরে ঢুকে একটি মেছো বাঘের শাবক দেখেন।
সলেমান মোল্লা বলেন, তার ছেলে ও গ্রামের লোকজন মিলে রাতে মোছো বাঘের বাচ্চাটিকে শেয়াল ধরার ফাঁদের ভেতর ঢুকিয়ে জঙ্গলের পাশে রেখে আসে। রাতে মেছো বাঘটি তার শাবকের কাছে এসে ফাঁদে আটকা পড়ে।
“সকালে খবর পেয়ে মেছো বাঘ দেখতে আশেপাশের গ্রামের মানুষ জড়ো হয়। তখন মেছোবাঘটি শব্দ করছিল।”
ঝিনাইদহ সমাজিক বনায়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, রঘুনাখপুর গ্রামে ফাঁদে ধরা পড়া মেছো বাঘটি তারা উদ্ধার করেছেন। পরে জঙ্গলের ভেতর কোনো নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।
তিনি বলেন, মেছো বাঘের ইংরেজি নাম ফিশিং ক্যাট (fishing cat)। খাবার সংঙ্কটের কারণে এরা অনেক সময় লোকালয়ে চলে আসে। এরা দেখতে অনেকেটা বাঘের মতই।