দাঁড়ানো ট্রাকে ধাক্কা: ঝিনাইদহে বাইক আরোহী ৩ ছাত্র নিহত

তারা সবাই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র, যাদের মধ্যে ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদ রয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2022, 07:54 PM
Updated : 7 Oct 2022, 07:54 PM

ঝিনাইদহে বিদ্যুতের খাম্বাবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহত হয়েছেন।

তারা সবাই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র। এদের মধ্যে কলেজ ছাত্র সংসদের ভিপি মো. সাইফুজ্জামান মুরাদ রয়েছেন।

মাদারীপুরে বাসের ধাক্কায় বাইক আরোহী তরুণ-তরুণী নিহত

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত অপর দুইজন হলেন- সমরেশ ও তৌহিদ।

ওসি জানান, তারা মোটরসাইকেলে করে কলেজে ফিরছিলেন। ১৮ মাইল এলাকায় বিদ্যুতের খাম্বাবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।

এদিন যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের আরও তিন ছাত্র এবং মাদারীপুরে বাসের ধাক্কায় বাইক আরোহী দুই তরুণ-তরুণী নিহত হন।

Also Read: যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ৩ কলেজ ছাত্র নিহত